থাই মিষ্টি কামরাংগাঃ  ছাদে অতি সহজেই থাই মিষ্টি কামরাংগার চাষ করা যায় । এর চাষ পদ্ধতিও খুব সহজ । রোগ বালাই নেই বললেই চলে । কলমের চারা থেকে যে কয়েকটি গাছ অতি দ্রুত ফল দেয় তার মধ্যে থাই মিষ্টি কামরাংগা অন্যতম । একটি কলমের চারা থেকে মাত্র ৬ মাসের মধ্যেই কামরাংগা ফল পাওয়া সম্ভব । সারা বছরই কম-বেশী ফল গাছে থাকে তবে জুন-জুলাই এবং ডিসেম্বর-জানুয়ারীতে বেশী পরিমানে ফল পাওয়া যায় । ছোট টব এমনকি ১২ ইঞ্চি টবেও এর চাষ করা যায় । যে কোন মাটিতেই মিষ্টি কামরাংগার চাষ সম্ভব তবে দো-আশ মাটিতে এর চাষ অধিক ভাল হয়।
ছাদে কামরাঙার চাষ পদ্ধতি জানতে ভিজিট করুন – ছাদে কামরাঙার চাষ পদ্ধতি ।